• সারাদেশ

    আসন্ন সংসদ নির্বাচনে রূপগঞ্জে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের মনোনয়নপত্র জমা

      প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৩ , ৫:৩১:০৭ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক স্টাফ রিপোর্টার:

     

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ ২৯ নভেম্বর বুধবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফয়সাল হকের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

     

    এ সময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন মোল্লা, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, গোলাকান্দাইল ইউপি চেয়ারম্যান কামরুল হাসান তুহিন ও ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভুঁইয়া, রুপগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী এইচ এম ইমরান হোসেনসহ উপজেলা সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

     

    উল্লেখ্য আজ ২৯ নভেম্বর বুধবার বিকেল পনে পাঁচটা পর্যন্ত বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ