• সারাদেশ

    ভোলার ৪টি আসনে ২০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

      প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২৩ , ৬:৫৫:০৪ প্রিন্ট সংস্করণ

     

    মোঃ বাবুল রানা, ভোলা:

     

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। ভোলা জেলার ৪টি আসনে বিভিন্ন জেলায় মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৮ জন। এর মধ্যে দলীয় ও স্বতন্ত্র পদে ২০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

     

    এর মধ্যে ভোলা-১ সদর আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৪ জন। তারা হলেন, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি (নৌকা), মোঃ শাজাহান জাতীয় পার্টি, মোঃ ছিদ্দিকুর রহমান (জাসদ) ও মোঃ মীজানুর রহমান (স্বতন্ত্র)। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৪ জন। এরা হলেন, সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান হিরন, সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী’ লীগ সদস্য হেমায়েত উদ্দিন। তাদের মধ্যে মনোনয়ন পেয়েছেন, আওয়ামীলীগের বর্ষীয়ান নেতা, সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।

     

    ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে মনোনয়ন পত্র দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজম মুকুল (নৌকা), এড. মোঃ জাহাঙ্গীর আলম রিটু স্বতন্ত্র (বাংলাদেশ কংগ্রেস), মিজানুর রহমান (স্বতন্ত্র) ও মোঃ গজনবী (জাতীয় পার্টি), মেঃ আসাদুজ্জামান (বাংলাদেশ সম্মিলিত জাতীয়জোট কংগ্রেস পার্টি), শাহেন শাহ মোঃ শামসুদ্দিন মিয়া (বাংলাদেশ তরীকত ফেডারেশন)। এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ৩ জন, কেন্দ্রীয় যুবলীগ নেতা ড. আশিকুর রহমান শান্ত, ডা. আফতাব হোসেন রাজ ও বর্তমান এমপি আলী আজম মুকুল। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য আলী আজম মুকুল।

     

    ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), মোঃ কামাল (জাতীয় পার্টি), ফারজানা চৌধুরী স্বতন্ত্র, মোঃ জসীমউদ্দিন (স্বতন্ত্র), মোঃ আলমগির (স্বতন্ত্র)। এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছেন, বর্তমান এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, সাবেক এমপি জসীমউদ্দিন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

     

    ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে মনোনয়ন দাখিল করেছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), মোঃ আলাউদ্দিন (ন্যাশনাল পিপলস পার্টি), মোঃ হানিফ (তৃনমূল বিএনপি), মিজানুর রহমান (জাতীয় পার্টি ও আবুল ফয়েজ (স্বতন্ত্র)। এ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন চেয়েছেন, বর্তমান সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক সচিব মেসবাহ উদ্দিন। এর মধ্যে মনোনয়ন পেয়েছেন, বর্তমান এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

     

    জেলায় মোট মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৮ জন। এরা হলেন, ভোলা-১ মোঃ মিজানুর রহমান, আশিকুর রহমান শান্ত, তোফায়েল আহমেদ, মোঃ শাজাহান মিয়া ও সিদ্দিকুর রহমান।

     

    ভোলা-২ আশিকুর রহমান শান্ত, মোঃ মোস্তাফিজুর রহমান, মাকসুদ আলম, এড. মোঃ জাহাঙ্গীর আলম রিটু ও মোঃ মিজানুর রহমান, আলী আজম, মোঃ গজনবী, মোঃ আসাদুজ্জামান, শাহেন শাহ মোঃ শামসুদ্দিন মিয়া ও মোহাম্মদ রিয়াজ উদ্দিন। ভোলা-৩ মোঃ রাকিব, নুরুন্নবী চৌধুরী, ফারজানা চৌধুরী, মোঃ আশ্রাফ উদ্দিন, মোঃ জসীমউদ্দিন, মোঃ কামাল উদ্দিন ও মোঃ আলমগীর। ভোলা-৪ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, মোঃ আলাউদ্দিন, মোঃ হানিফ, মিজানুর রহমান ও আবুল ফয়েজ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ