প্রতিনিধি ১১ ডিসেম্বর ২০২৩ , ৭:৪৪:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ বাবুল রানা,ভোলা:
ভোলায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে তানিশা (৫) নামে এক শিশু শিক্ষার্থী অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে ভোলা লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কে গুপ্ত মুন্সি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত তানিশা সদর উপজেলার পৃর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সী গ্রামের আবদুল খালেক মুন্সীর মেয়ে এবং কারিমিয়া কেরাতুল মাদ্রাসার শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিলো।
এ তথ্য নিশ্চিত করেছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মিঞা।
ওসি মনির হোসেন মিঞা জানান,মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় আরো দুই জন যাত্রী আহত হয়েছে।তারা চিকিৎসাধীন আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।