প্রতিনিধি ৬ নভেম্বর ২০২২ , ৪:৪৪:৩২ প্রিন্ট সংস্করণ
নড়াইল সদর উপজেলার সড়াতলা গ্রামে গৃহবধূ আছিয়া বেগমকে (২২) গলা কেটে ও পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী রনি শেখ ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তারা।
এর আগে, শুক্রবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে স্বামীর বাড়ি থেকে আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদি হয়ে আটজনকে আসামি করে শনিবার (৫ নভেম্বর) সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নড়াইল সদর থানার ওসি (তদন্ত) ওবায়দুর রহমান জানান, শনিবার ভোররাতে আছিয়ার স্বামী রনি শেখকে কালিয়া থেকে গ্রেপ্তার করা হয়। এছাড়া রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। ওইদিনই রাত আটটার দিকে নড়াইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তার স্বামী ও তার বন্ধু।
উল্লেখ্য, পুলিশ এই ঘটনায় ঘটনার পর রনির পিতা মো. লিটু শেখ এবং তার দুই ভাই ইমরান শেখ ও রুবেল শেখকে গ্রেপ্তার করেছিল।