• সারাদেশ

    বাংলাদেশ খুব শীঘ্রই সংকট কাটিয়ে আগের জায়গাই ফিরবে সাবেক সাংসদ -খন্দকার আজিজুল হক আরজু

      প্রতিনিধি ৯ আগস্ট ২০২২ , ১১:৪৫:৫৯ প্রিন্ট সংস্করণ

    আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদকঃ

     পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ দূর্ভোগ সংকট কাটিয়ে আগের জায়গাই ফিরবে ।

    সাতবাড়িয়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ভাটপাড়া কতৃক আয়োজিত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মতবিনিময় ও আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হোসেন ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, তৃনমূলের আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

    গত ৩ আগষ্ট থেকে খন্দকার আজিজুল হক আরজু দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন ১৫ই আগষ্টের সকল কর্মসূচী সফল করার লক্ষ্যে। তিনি সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন দেশের উন্নয়ন নিয়ে এবং বর্তমান বিদ্যুৎ ও জ্বালানী নিয়ে দেশে যে কারনে সংকট তা তুলে ধরেন এবং সরকারের প্রতি আস্থা রাখতে বলেন যে খুব শীঘ্রই বাংলাদেশ আওয়ামী লীগ সরকার এ দূর্ভোগ সংকটের কাটিয়ে আগের জায়গাই ফিরবে এবং দেশ কে একটি উন্নয়ন রোল মডলে দ্বার করাবে।

     

    দেশকে এগিয়ে নিতে তিনি সবার সম্মলিত প্রচেষ্টার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ