• সারাদেশ

    সাঁথিয়ায় জা এর লাঠির আঘাতে রক্তাক্ত জখম রুবিয়া 

      প্রতিনিধি ২১ জানুয়ারি ২০২৪ , ৫:৫৬:২৬ প্রিন্ট সংস্করণ

     

    সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

     

    পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাবনার সাঁথিয়ায় গৌরিগ্রাম গ্রামের জামাত আলীর স্ত্রী রুবিয়া খাতুনকে হত্যার উদ্দেশ্যে লাঠি দ্বারা মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করেছে তারই জা খুশি খাতুন। সে জামাত আলীর ছোট ভাই কামালের স্ত্রী। ঘটনাটি ঘটেছে রোববার সকাল ৯টার দিকে উপজেলার গৌরিগ্রামে। এ ঘটনায় জখমকৃত রুবিয়া খাতুনের স্বামী জামাত আলী বাদী হয়ে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগ সুত্রে জানা গেছে, রোববার সকালে উপজেলার গৌরিগ্রামের জামাত আলীর স্ত্রী রুবিয়া খাতুন ধান সিদ্ধ করছিল। এসময় ধানের চুলার ধোঁয়া জামাত আলীর ছোট ভাই কামালের আঙ্গিনায় গেলে তার স্ত্রী খুশি খাতুন পূর্ব শত্রুতার জের ধরে ক্ষিপ্ত হয়ে লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে রুবিয়া খাতুনের মাথায় আঘাত করে। এ সময় রুবি খাতুন মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার দিতে থাকলে আশপাশের লোক এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করে। রোববার দুপরে জামাত আলী বাদী হয়ে কামাল ও তার স্ত্রীকে আসামী করে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

    এ বিষয়ে সাঁথিয়ার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ