• সারাদেশ

    সাগতায় জনকিশোরী মন্দিরে দুইদিন ব্যাপি কবি গান অনুষ্ঠিত হল

      প্রতিনিধি ২ মার্চ ২০২৪ , ১১:৪৬:২৭ প্রিন্ট সংস্করণ

     

     

     

    মোঃ রফিকুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার

    সুজানগরের সাগতায় জনকিশোরী মন্দিরে দুইদিন ব্যাপি কবি গান অনুষ্ঠিত হল।
    উক্ত অনুষ্ঠানে শ্রী জয়দেবের সভাপতিত্বে গত কাল অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়।এবং আজ শুক্রবার রাত ৯.০০ ঘটিকায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। উক্ত কবিগানে দুই জন প্রখ্যাত কবি অংশ গ্রহন করেন।
    কবি স্বদেশ কুমার মাগুড়া এবং
    কবি সরজ কুমার নারায়ণগঞ্জ।
    উক্ত অনুষ্ঠানে প্রথম দিন উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আসন্ন সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রর্থী মোঃ শাহিনুজ্জামান শাহিন এবং দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব আলহাজ্ব আঃ ওহাব। সরেজমিনে গিয়ে দেখা যায় উক্ত কবি গানে এলাকার বিভিন্ন এলাকা থেকে আগত হিন্দু – মসুলমানের পদচারনায় সাগতার জনকিশোরী মন্দির প্রাঙ্গন যেন এক উৎসবে পরিণত হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ