প্রতিনিধি ৫ এপ্রিল ২০২৪ , ১১:০৫:৩৩ প্রিন্ট সংস্করণ
মোঃ শাহাদাত হোসেন৷ রামগড় (খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকাল ৪টায় রামগড় থানায় পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে পবিত্র মাহে রমজানের শেষ পর্যায়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী তাদের হাতে তুলে দেন। এসময় ঈদ উপহার সামগ্রী পেয়ে প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী খুশি ও আনন্দ প্রকাশ করে পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশের সভাপতিত্বে এবং ওসি তদন্ত মো. ফকরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রামগড় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু, রামগড় উপজেলা প্রতিবন্ধি কল্যাণ সংস্থার সভাপতি মো. রফিকুল ইসলাম, তৃতীয় লিঙ্গের সদস্য তিশা।
এ সময় পুলিশ সুপার মুক্তা ধর বলেন, প্রতিবন্ধি এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী আমাদের সমাজেরই একটি অংশ। তাই তাঁদেরকে পৃথক করে দেখার সুযোগ নেই। যদিও নানা প্রতিবন্ধকতার মাঝে এই গোষ্ঠী পিছিয়ে আছে। তবে সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও সমাজের উন্নয়নে অবদান রাখতে পারবে। আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন পিপিএম, রামগড় সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার মো.নাজিম উদ্দিন, রামগড় স্থল বন্দর ইমিগ্রেশন ইনচার্জ (ওসি) মো.মনির হোসেন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমূখ।