• সারাদেশ

    রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজীর নির্দেশনায় অসহায় সুবিধা বঞ্চিত এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ 

      প্রতিনিধি ৮ এপ্রিল ২০২৪ , ৭:৩০:৪২ প্রিন্ট সংস্করণ

     

    এনামুল হক :- স্টাফ রিপোর্টার:

     

    নারায়ণগঞ্জের রূপগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপির নির্দেশনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় গাজী পরিবারের আস্থাভাজান উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড.মো: স্বপন ভূঁইয়া ও মোঃ আবু ভূঁইয়া মেম্বারের পরিবারের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (৭ এপ্রিল) রবিবার বিকেলে ৪ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মিরকুটরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

     

    উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক কোষাধ্যক্ষ ও রুপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. মো: স্বপন ভূঁইয়া, উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, মিরকুটিরছেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কামাল হোসেন কমল, নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সোলাইমান হোসেন, মুড়াপড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা রিপন ভূঁইয়া, মুড়াপাড়া কলেজের সাবেক জিএস দুলাল, সাবেক এ.জি.এস সোহাগ, জি টিভির সাংবাদিক আশিকুর রহমান আশিক, NAN Tvr সাংবাদিক এনামুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

     

    পরে গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপির পরিবারের জন্য দোয়া শেষে মিরকুটিরছেও এলাকার অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত ১হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ