প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২৪ , ৭:০৭:০০ প্রিন্ট সংস্করণ
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রাণীসম্পদ অফিসের আয়োজনে দিনব্যাপি প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রর্দশনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনার মাঠে মেলা উদ্বোধন ও প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পরে স্থানীয় ভাবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম ।
উক্ত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাহিদ নিগার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. সুমনা আক্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ।
মেলায় আগত অতিথিবৃন্দ বিভিন্ন প্রদর্শনীর স্টল ঘুরে দেখেন। প্রদর্শনী স্টল গুলোতে বিভিন্ন জাতের, গরু-ছাড়ল, হাঁস-মুরগী, গবাদী পশু, পশু খাদ্য ও বিভিন্ন ধরনের ওষুধ স্টল প্রর্দশন করা হয়।শেষে মেলায় প্রদর্শনীর ভিত্তিতে বিভিন্ন খামারিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।