• সারাদেশ

    ধামরাইয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৪ , ৯:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

    ধামরাইয়ে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

    মোঃ আমিনুর রহমান, স্টাফ রিপোর্টার

    ঢাকার ধামরাইয়ে দৈনিক বর্তমান পত্রিকার ও নিউজ টোয়েন্টি ওয়ান বাংলা টিভির স্টাফ রিপোর্টার ও ধামরাই উপজেলা প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক আমিনুর রহমান উপর সন্ত্রাসী হামলার ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে ব্যাপারে কাউলিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি লিখিত অভিযোগ করেছে হামলার শিকার সাংবাদিক।

    অভিযুক্তরা হলেন,শামীম (৩০),হাসেম (২৫) উভয় পিতা হোসেন আলী। সুমন (২৫) পিতা মজিবর
    রহমান,ওয়াসিম (২২) পিতা-হোসেন আলী,মনির (২৭), পিতা ফরিদ ওরফে ফরো,সজীব (২৫) পিতা হেলাল,নাইম (২৬) পিতা মিনহাজ,রাসেল (২৮) পিতা হাসেন আলী, ইমন (২৫) পিতা হাসেম, শামীম (২৭) পিতা জালাল এরা সকলেই উপজেলার বালিয়া বাস্তা গ্রামের বাসিন্দা।

    হামলার শিকার সাংবাদিক আমিনুর রহমান বলেন,ঈদের আগের দিন ১০ এপ্রিল কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাড়ি আসছিলাম বালিয়া ইউনিয়নের বাস্তা চৌরাস্তায় পৌছিলে আসামীগন পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড,দা, ছ্যান, হকিষ্টিক ইত্যাদি অস্ত্র দিয়ে আমার উপর হামলা চালায়। হামলার সময় আমার মোটরসাইকেল ভাঙচুর সহ আমার কাছে থাকা নগদ ৪২,৫০০/-টাকা নিয়ে নেয়। আমার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এলে আমাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়।
    পরে আমাকে উদ্ধার করে প্রথমে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জের কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
    এ ব্যাপারে কাউলিপাড়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মো. আশরাফ আলী বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বার্তা প্রেরক,
    মোঃ আমিনুর রহমান
    স্টাফ রিপোর্টার
    ০১৬৭৯৭৫৫৫৩৫

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ