প্রতিনিধি ১ মে ২০২৪ , ৫:৫৫:০৫ প্রিন্ট সংস্করণ
বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার (১ মে) দিনব্যাপী জাতীয় শ্রমিক লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তালন শেষে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগের সুন্দরগঞ্জ উপজেলা সভাপতি গণেশ চন্দ্র শীলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।
উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাইদুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা খয়বর হোসেন মওলা, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক উদয় নারায়ণ, যুব নেতা শহিদুল ইসলাম রানা প্রমূখ।