• সারাদেশ

    খাগড়াছড়ির চারটি উপজেলার ভোট কেন্দ্র পরিদর্শনে জেলা পুলিশ সুপার মুক্তা ধর 

      প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৭:৩৮:২০ প্রিন্ট সংস্করণ

     

    মোঃমাসুদ রানা, নিজস্ব প্রতিবেদকঃ

     

    ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ভোট কেন্দ্র সমূহের সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে পরিদর্শন।

     

    বুধবার (৮ মে) জেলার ৪টি উপজেলা মাটিরাঙ্গা, মানিকছড়ি, রামগড় ও লক্ষীছড়ি উপজেলায় অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো.সহিদুজ্জামান ও জেলা পুলিশ সুপার মুক্তা ধর ।

     

    এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল আলম, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার, খাগড়াছড়ি।

     

    পরিদর্শনকালে পুলিশ সুপার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা ও কেন্দ্রে অবস্থানরত ভোটারদের সাথে কথা বলেন এবং নির্বিঘ্নে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদানের জন্য উৎসাহিত করেন।

     

    পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ভোটকেন্দ্রের দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সকে সর্বোচ্চ সতর্কতার সহিত পেশা দারিত্বের সাথে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটকেন্দ্রসমূহরে আশেপাশের এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

     

    উল্লেখ্য যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের কার্যকরী ভূমিকার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা সম্ভব হয়েছিল। এরই ধারাবাহিকতায় ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে খাগড়াছড়ি জেলায় পুলিশের সার্বিক কার্যক্রমের মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনী কার্যক্রম সম্পন্ন হয়েছে। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার পুলিশ, অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অফিসার ও ব্যক্তিবর্গকে একটি গ্রহণযোগ্য নির্বাচনী কার্যক্রম শেষ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

     

    পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জসীম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (মাটিরাঙ্গা সার্কেল) আবু জাফর মোঃ ছালেহ , মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর সহ খাগড়াছড়ি জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ