প্রতিনিধি ৯ মে ২০২৪ , ৭:৪১:৩০ প্রিন্ট সংস্করণ
মোঃ ফরহাদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী ৬ষ্ঠ উপজেলা পরিষদ প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে শামসুল আলম খান, ভাইস চেয়ারম্যান পদে রিজুয়ান হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বুধবার (৮ মে) সকাল ৮ থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪ টা পর্যন্ত। গননা শেষে চেয়ারম্যান পদে শামসুল আলম খান পুনরায় কৈ মাছ প্রতীকে ২১০৯২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আবু খালেদ বুলু কাপ-পিরিচ প্রতীকে পেয়েছেন ১৫২৬৭ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে রিজুয়ান হোসেন বই প্রতীকে ২৪৮১৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী হাফিজার রহমান টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১০২০১ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা বেগম কলস প্রতীকে ২৭৮৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী নিলু আকতার ফুটবল প্রতীকে পেয়েছেন ১১৮২২ ভোট।