• সারাদেশ

    কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল ঘোষণা

      প্রতিনিধি ১২ নভেম্বর ২০২২ , ৯:৪০:৩৯ প্রিন্ট সংস্করণ

     

    দরজায় কড়ানাড়ছে ফুটবল বিশ্বকাপ। এরই মধ্যে অনেক দেশ তাদের দল ঘোষণা করেছে। তবে এমন সময় দুরু দুরু কাপঁছিল আর্জেন্টিনার ফ্যানদের বুক। কেননা চোট পেয়েছেন দিবালা, হালকা চোট আছে ডিমারিয়ার। তবে কি তাদের বাদ দিয়েই এবার স্কোয়াড ঘোষণা আসেব? অবশেষে এমন প্রশ্ন ও ভয়ের অবসান ঘটালেন কোচ লিওনেল স্কালোনি।

     

    শুক্রবার (১১ নভেম্বর) টুইটারে আর্জেন্টিনা জাতীয় দলের হ্যান্ডলে কাতার বিশ্বকাপের জন্য ২৬ জনের দল ঘোষণা করেছেন তিনি।

     

    মেসির নেতৃত্বে কাতার বিশ্বকাপের আর্জেন্টিনা দলে আছেন চোটে থাকা দিবালা ও দি মারিয়া।

     

    আর্জেন্টিনার বিশ্বকাপ দল

     

    গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ (অ্যাস্টন ভিলা), হেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

     

    ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, গনসালো মনতিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, জার্মান পেৎসেয়া, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনা, নিকোলাস তালিয়াফিকো, হুয়ান ফইথ।

     

    মিডফিল্ডার: রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস মাকআলিস্তার, গিদো রদ্রিগেজ , আলেহান্দ্রো গোমেজ, এনসো ফার্নান্দেজ, এসেকিয়েল পালাসিওস।

     

    ফরোয়ার্ড: আনহেল ডিমারিয়া , লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা , নিকোলাস গনসালেস, হোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ