• সারাদেশ

    প্রয়াস পাঠাগার কর্তৃক গ্রন্থপাঠ কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

      প্রতিনিধি ২ জুন ২০২৪ , ৬:৪১:১৪ প্রিন্ট সংস্করণ

    মিজানুর রহমান কাজল স্টাফ রিপোর্টার:

     

    “পড়ি বঙ্গবন্ধুর বই,সোনার মানুষ হই, এই স্লোগানকে বুকে ধারণা করে বেসরকারি গ্রন্থাগারের মাধ্যমে জাতীয় ভিত্তিক গ্রন্থপাঠ কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান -২০২৪ অনুষ্ঠিত হয়।

    প্রয়াস পাঠাগার কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস পাঠাগার এর প্রধান পৃষ্ঠপোষক কাশিনাথপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মীর মঞ্জুর এলাহী। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার মো.জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ, শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তরিত কুমার কুন্ডু, পাবনা জেলা সরকারি গণগ্রন্থাগার এর সহকারী লাইব্রেরিয়ান মো. এনামুল হক।

     

     

    প্রধান অতিথির বক্তব্য মো.জাহিদুল ইসলাম বলেন – বই মানুষের জ্ঞান সমৃদ্ধি করে। প্রতিটি মানুষের উচিত বইয়ের জ্ঞান আহরণ করা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে আমরা মোবাইলে আসক্ত না হয়ে নিয়মিত বই পড়ি।

    উল্লেখ্য বৃহত্তর কাশিনাথপুর এর সকল শিক্ষা প্রতিষ্ঠানের  প্রায় শতাধিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ