• সারাদেশ

    বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হতে পাবিপ্রবি উপাচার্যের আহ্বান 

      প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৩:২০:৩৮ প্রিন্ট সংস্করণ

    নাজমুল ইসলাম, পাবিপ্রবি: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। 

     

     

    উপাচার্য তার বক্তব্যে বলেন, ‘ ১৫ই আগস্ট বাঙালি জাতির জন্য কলঙ্কিত একটি দিন। যে বঙ্গবন্ধুর কারণে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি,একটি জাতিসত্বা পেয়েছি, সুন্দর একটি দেশ পেয়েছি;তাঁকেই একটি কুচক্রী মহল তাঁর কাছের মানুষের সহযোগিতায় সপরিবারে হত্যা করেছে। আমরা আজকের এই দিনে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি; যাদের জীবন,মেধা ও সময়ের বিনিময়ে আজকের এই বাংলাদেশ আমরা পেয়েছি।’

     

    তরুণ প্রজন্মের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘এই শোককে শক্তিতে পরিণত করে তরুণদের এগিয়ে যেতে হবে। তরুণদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ ও জাতি। বঙ্গবন্ধুর জীবনী থেকে তোমাদের নিষ্ঠা, একাগ্রতা ও সত্যনিষ্ঠাকে ধারণ করতে হবে। সত্যনিষ্ঠতা না থাকলে কিন্তু আমরা হারিয়ে যাব। বঙ্গবন্ধুকে নিয়ে অনেক বই লেখা হয়েছে- তোমরা সেগুলো পড়বে,উনার সম্পর্কে জানবে,শিক্ষা নিবে।’

     

     

    শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে সকাল ৬:০০ ঘটিকায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং ৯:২৫ মিনিটে কালো ব্যাচ ধারণ করা হয়। এরপর সকাল সাড়ে ৯ টায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনিক ভবন থেকে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শোকর‌্যালী সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জনক জ্যােতির্ময় ম্যুরালে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভিন্ন দপ্তর/সমিতি, পরিষদ, বিভিন্ন অনুষদ, বিভাগ ও হলের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

     

    এরপর বিশ্ববিদ্যালয়ের জনক জ্যােতির্ময় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

     

    সর্বশেষ বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ