প্রতিনিধি ১৮ আগস্ট ২০২৪ , ৪:২৯:১০ প্রিন্ট সংস্করণ
বিপুল ইসলাম আকাশ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
চলতি বছরের মাধ্যমিক (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় প্রতিবারের ন্যায় এবারও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল।
এ বছর স্কুলটি থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সবাই পাস করে। পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৮ জন(এ প্লাস) ও ১৬ জন (এ গ্রেড) পেয়েছে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড দিনাজপুরের অধীনে ইফাত ইলোরা রাইসা, জান্নাতুল ফেরদৌস লিসা,অনামিকা রানী ঐশী ও আনিকা আনজু অনামিকা চার শিক্ষার্থী এসএসসি স্কলারশিপ ২০২৪ এর বোর্ড বৃত্তি অর্জন করেছে।
শিক্ষার্থীদের এমন ফলাফলের নেপথ্যে রয়েছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের ত্রিমুখী প্রচেষ্টা। এদিকে ফলাফল প্রকাশের পর স্কুলে আনন্দে মেতে ওঠে শিক্ষার্থীরা। খুশিতে সহপাঠীরা একে অপরকে জড়িয়ে ধরে উল্লাস করেছে, আনন্দের মুহূর্তকে স্মরণীয় করতে তুলছে ছবি-সেলফি। শিক্ষার্থীদের পাশাপাশি এ উল্লাসে যোগ দিয়েছেন শিক্ষকরাও। সন্তানদের ফলাফলে আনন্দে আপ্লুত অভিভাবকরাও।
ওই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক আবুল কাশেম বলেন, আমাদের স্কুলটি শুরু থেকেই ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখেছে। পাসের হার, জিপিএ-৫ অর্জন সব ক্ষেত্রেই অনন্য বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাইস্কুল। ছাত্রছাত্রীদের গুণগতমানের শিক্ষা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।