প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৪ , ৫:২১:৪১ প্রিন্ট সংস্করণ
রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী:
পটুয়াখালীর সদর উপজেলাধীন লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ইলিয়াস এর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছেন লাউকাঠি ইউনিয়নের সাধারন জনগন।
রোববার(২৫আগস্ট) সকাল ১০ টায় লাউকাঠি খেয়াঘাটের সামনের সড়কের পাঁচ শতাধিক স্থানীয় জনগণ জড়ো হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে মানববন্ধন করেন ।
মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে কতিপয় মেম্বাররা কিছুদিন পূর্বে একটি মানববন্ধন করেন। চেয়ারম্যান তাদের সাথে দুর্নীতিতে না জড়ানোর কারনে তারা এই মানববন্ধন করেছেন এবং তার পরিষদের রুমে তালাবদ্ধ করেছেন আমরা এর তীব্র নিন্দা ও সকল মেম্বারদের শাস্তি দাবী করছি এবং এই ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক বিচার চাচ্ছি ।
মানববন্ধন শেষে স্থানীয় জনগণ একটি মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লাউকাঠি শহিদ স্মৃতি বিদ্যানিকেতন এর সামনে গিয়ে শেষ হয়।