• সারাদেশ

    পাবনা র‍্যাবের অভিযানে ৩৭ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি  আটক

      প্রতিনিধি ৩ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৩৬:১৪ প্রিন্ট সংস্করণ

    নিজস্ব প্রতিনিধি:

     

    র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র‍্যাব।

     

    এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, একজন মাদক ব্যবসায়ী অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে একটি মোটর সাইকেলযোগে ঈশ্বরদী হইতে পাবনা শহর অভিমুখে আসিতেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২-০৯-২০২৪ খ্রিঃ ১৯.৪৫ ঘটিকায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার মেজর মোঃ এহতেশামুল হক খান এর নেতৃত্বে পাবনা র‍্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দেওয়ান দিকশাইল সাকিনস্থ পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাশে জনৈক লোকমান হোসেন ডাবলু, পিতা-মৃত আহমেদ আলী খান এর মুদীর দোকানের সামনে পাকা রাস্তার উপর’ চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান পরিচালনা করে মোঃ হেলাল উদ্দিন (৪৮), পিতা-মৃত সোবহান ফকির, সাং-পুরাতন ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকা, থানা-লালপুর, জেলা-নাটোর নামের একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিল-৩৭ বোতল, ব্যাগ-০১টি, মোবাইল-০১টি, সিমকার্ড-০১টি, নগদ ১০,৩০০/- টাকা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ০১টি মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ হেলাল উদ্দিন (৪৮) এর বিরুদ্ধে আরো ০৫ টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

     

     

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ