প্রতিনিধি ১৫ আগস্ট ২০২২ , ৭:৩১:১৬ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর ডোমারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও “জাতীয় শোক দিবস” যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপি নানান কর্মসূচী দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার ১৫ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন উপজেলা প্রশাসন। এর পর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগীসহ অঙ্গ সংগঠন, থানা পুলিশ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ডোমার পৌরসভাসহ সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন এবং অর্ধনমিত রাখা হয়।
সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী, সহাকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ্ব করিমুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।