প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২৪ , ৯:১৬:০৯ প্রিন্ট সংস্করণ
সদর দপ্তর পাবনা র্যাব:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় জনাব মোঃ মারুফ হোসেন, বিপিএম, পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনার আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার আমিনপুর থানাধীন এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ তারিখ দুপুরে সিপিসি-২, পাবনা কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার আমিনপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আরমান শেখ (৩০), পিতা-রাজেন শেখ, সাং-বোয়ালে সোনাতলা, থানা-আমিনপুর, জেলা-পাবনা নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করা এবং তার নিকট থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করতঃ পাবনা জেলার আমিনপুর থানায় থানায় হস্তান্তর করা হয়।