প্রতিনিধি ৪ সেপ্টেম্বর ২০২২ , ১১:০৪:১২ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর চারাল কাটা নদী থেকে নিঁখোজের ২ দিন পর আব্দুল ওয়াহেদ(৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪/সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার চাপড়া সরামজানি ইউনিয়নের পাড়ঘাট ব্রীজের চাড়াল কাটা নদী থেকে লাশটি উদ্ধার করে।
আব্দুল ওয়াহেদ চাপড়া ইউনিয়নের বেড়া ডাঙ্গা শাহ পাড়া এলাকার মৃত্যু মতিয়ার রহমানের ছেলে। তিনি গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়,আব্দুল ওয়াহেদ দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন,তিনি স্টক করেছিলেন তাই কথা বলতে পারেন না।এলাকাবাসী আরো জানায় তিনি অনেক ভালো মানুষ ছিলেন তার তো কোনো শত্রু থাকার কথা না।কিভাবে তাকে হত্যা করেছে কে করেছে তার সুষ্ঠু তদন্ত করার জোর দাবী করেন।
নীলফামারী সদর থানার তদন্ত ওসি রুহুল আমিন জানায়,স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী মর্গে পাঠানো হয়েছে।