প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৪ , ১১:২৫:৩৭ প্রিন্ট সংস্করণ
প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠীর নৌকা ভ্রমণের পূর্ব পরিকল্পনার আলোচনা
কে.এম নাহিদুজ্জামান পরাগ:.
প্রয়াস সাংস্কৃতিক গোষ্ঠী,স্বেচ্ছাসেবক, পাঠাগার সহ পাবনা জেলার সনামধন্য সরকারি তালিকাভুক্ত একটি অরাজনৈতিক সংগঠন কাশিনাথপুর প্রয়াস পাঠাগার। প্রতিবছর মনকে উৎফুল্ল করতে আনন্দ ভ্রমণে যান এলাকার সুশীল সমাজ এরই ধারাবাহিকতায় আজ সন্ধায় প্রয়াস পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সকল অভিব্যক্তি তুলে ধরেন তারা। আগামী ৫ তারিখে তেওজা জমিদার বাড়িতে ভ্রমণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
প্রয়াস পাঠাগার এর সভাপতি মফিদুল ইসলাম শাহীন স্যারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ফজুল স্যারের সঞ্চালনায়। আরো উপস্থিত ছিলেন আলোকিত বার্তা ৭১ এর প্রধান উপদেষ্টা সম্পাদক আমিনপুর থানা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সৈয়দপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহীন স্যার সহ স্থানীয় সুশীল সমাজ।
কাশিনাথপুর এর সকলের জন্য এ ভ্রনণ উনমুক্ত থাকবে।