প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৫ , ৭:৫০:৫২ প্রিন্ট সংস্করণ
সাঁথিয়ায় অনুমোদনহীন সার কারখানা বন্ধে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার
পাবনার সাঁথিয়ায় অনুমোদনহীন সার কারখানা বন্ধে অভিযান পরিচালনা করে হাডসন এগ্রো কেয়ার নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কাশিনাথপুর সাটিয়াখোলার ওই কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা।
তিনি জানান, এ কারখানাটি অবৈধ পন্থায় সার মোড়কজাত ও বাজারজাত করছিলেন বলে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্য ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় কারখানা মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।