প্রতিনিধি ১৮ জুলাই ২০২২ , ১০:১৪:১৫ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
গতকাল ১৭/০৭/২০২২ রোজ রবিবার সন্ধায় সুজানগরের হাটখালিতে রঞ্জিত সেখের ভারসাম্য হীন মেয়ে মোছাঃ আমেনা খাতুন(১৪) তার নিজ বাসগৃহে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।
পারিবারিক সুত্রে জানা যায় প্রতিদিনের ন্যায় মোছাঃ আমেনা খাতুন তার নিজ বাসগৃহে অবস্থান করছিল।অপর দিকে তার মা রান্না বান্নার কাজে ব্যস্ত।
রান্না শেষ করে তিনি এসে দেখেন তার মেয়ের ঘড়ের দরজা বন্ধ।তার মা অনেক ডাকা ডাকি করলেও সে তার ঘড়ের দরজা না খোলায় কান্নাকাটি শুরু করে। তার কান্নার শব্দ পেয়ে বাড়ির আশেপাশের লোকজন এসে তার ঘড়ের দরজা ভেঙ্গে দেখতে পায় সে ঘড়ে আড়ার সঙ্গে ফাঁসি নিয়ে ঝুলে রয়েছে।পরে লোকজন স্থানিয় মেম্বরের উপস্থিতিতে দড়ি কেটে নিচেঁ নামায় তখনে সে মৃত্যুর কোলর ঢলে পরেছে।
পরে এলাকা বাসি পুলিশের খবর দেয়।
পরে পুলিশ এসে লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যায়।
এ বিষয়ে কথা হয় সুজানগর থানার ওসি তদন্তের সাথে তিনি বলেন লাশ মর্গে পাঠানো হচ্ছে এবং এই বিষয়ে একটি ইউ ডি মামলা প্রক্রিয়াধীন আছে।