প্রতিনিধি ২৫ আগস্ট ২০২২ , ৫:২২:৪৯ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জ তাড়াশে ২৪ ঘন্টা পর প্রেমিককে বিয়ে করে অনশন ভাঙ্গলেন ৫ সন্তানের জননী। অবশেষে স্বামী, সন্তান রেখে আসা সেই ৫ সন্তানের জননীর বিয়ের দাবি মেনে নেন যুবক প্রেমিক মোস্তাক (৩০) ও তার পরিবার।৭০ হাজার টাকা দেনমোহরে মঙ্গলবার রাত ১০টায় তাদের বিয়ে হয়েছে।
ঘটনাটি ঘটেছে তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের চাঁদপুর গ্রামে। মোস্তাক ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে,,
মোস্তাকের নতুন স্ত্রী জানান, দীর্ঘ ৫ বছর থেকে মোস্তাকের সঙ্গে আমার প্রেমের সর্ম্পক চলে আসছিলো। পরে আমি বিয়ের কথা বললে, সে আমাকে আর বিয়ে করবে না জানায়। এদিকে আমার স্বামী ও সন্তানেরা মোস্তাকের সাথে প্রেমের সম্পর্ক জানতে পেরে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। পরে তাই বাধ্য হয়ে (২২ আগষ্ট) বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন শুরু করেছিলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে অনশনের খবর ছড়িয়ে পড়লে ২৪ ঘন্টা পর ২৩ আগষ্ট মঙ্গলবারে নিজের বাড়িতে ফেরেন মোস্তাক। ওই দিন রাতেই ১০টার দিকে আমাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের বিষয়ে তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক বলেন, বিয়ে হয়েছে এটা আমি শুনেছি, কিন্তু আমি সেখানে ছিলাম না,। আমি সিরাজগঞ্জ জনসভায় গিয়েছিলাম।