• সারাদেশ

    শামসুল হক টুকুই কি ডেপুটি স্পিকার?

      প্রতিনিধি ২৭ আগস্ট ২০২২ , ৪:২০:১৯ প্রিন্ট সংস্করণ

    নিউজ ডেস্ক: জাতীয় সংসদের নতুন ডেপুটি স্পিকার পাওয়া যাবে রবিবার (২৮ আগস্ট)। একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার নিয়োগ করা হবে। এরপর সন্ধ্যা ৭টায় নবনির্বাচিত ডেপুটি স্পিকারের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

    নতুন ডেপুটি স্পিকারের আসনে কে বসছেন তা নিয়ে গত কিছুদিন ধরে আলোচনা চলছে। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়ার মৃত্যুর পর থেকেই শুরু হয় আলোচনা। অবশ্য কাকে নতুন ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে সে বিষয়টি খুবই গোপন রাখা হয়েছে।

    তবে বেশ কয়েকজন সংসদ সদস্যের নাম নিয়ে ব্যাপক আলোচনা শোনা যাচ্ছে। আলোচনায় শীর্ষে রয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য শামসুল হক টুকু।

    আওয়ামী লীগ দলীয় এই সংসদ সদস্য ২০০৯, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনে নৌকার প্রতিনিধিত্ব করছেন। আওয়ামী লীগ সরকারের ২০০৯-২০১৪ সাল পর্যন্ত সময়কালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি একই মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশায় আইনজীবী টুকুর ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি বলে একাধিক সূত্রে জানা গেছে।

    সংসদ পরিচালনায় আইন বিষয়ে সম্মক জ্ঞান থাকাটা বাঞ্ছনীয়। তাই তার নামটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে।

    আলোচনায় রয়েছে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ বি তাজুল ইসলামের নাম।

    সংসদ সচিবালয়ের একটি সূত্রে জানা গেছে, বর্তমান চীফ হুইপ নূর-ই আলম চৌধুরীর প্রত্যাশা এ বি তাজুল ইসলাম ডেপুটি স্পিকারের চেয়ারে বসবেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারের সর্বোচ্চ মহল থেকে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার নাম বলবেন তিনিই হবেন ডেপুটি স্পিকার।

    এক্ষেত্রে সংসদ নেতা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আলাপ করবেন। যেহেতু স্পিকারের সঙ্গে সার্বক্ষণিক কাজে যুক্ত থাকেন ডেপুটি স্পিকার। তাই তার পরামর্শকে গুরুত্ব দিয়ে থাকেন সংসদ নেতা।

    অন্য যাদের নাম আলোচনায় আছে তাদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপধাক্ষ্য আব্দুস শহীদ। ছয় বারের এই সংসদ সদস্য ২০০৯ সাল থেকে ২০১৪ পর্যন্ত জাতীয় সংসদের চিফ হুইপ, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ এবং ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান জাতীয় সংসদে তিনি অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

    এ ছাড়া, এ পদের জন্য আলোচনায় আছেন মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমও। তিনি চাঁদপুর-৫ আসন থেকে কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রথম মেয়াদে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ