প্রতিনিধি ৭ সেপ্টেম্বর ২০২২ , ২:৩২:২৫ প্রিন্ট সংস্করণ
জুয়েল রানাঃ বিশেষ প্রতিনিধি ময়মনসিংহ ফুলপুর
ময়মনসিংহের ফুলপুরে মোকামিয়া রাতের আঁধারে মসজিদ প্রতিষ্ঠাতার কবর গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
ফুলপুর উপজেলার মোকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ মেম্বার সাহেবের কবর গুড়িয়ে দিয়ে,কিছু দুষ্কৃতিকারীরা মসজিদ সম্প্রসারণ করেছে।
জানা যায় দীর্ঘ ৫০ বছরের অধিক সময়ের,ঐতিহ্যবাহী মসজিদটি উন্নয়নের নামে ভেঙে ফেললেও,দীর্ঘদিন যাবত তা পুনঃনির্মাণে কোন উদ্যোগ নেই।মসজিদ কমিটির কিছু অর্থলোভী ও দুষ্কৃতিকারীর এ ধরনের কর্মকাণ্ডে ত্যক্ত বিরক্ত হয়ে দীর্ঘদিন যাবত নামাজ আদায় করতে পারছে না এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিরা।যার দরুন মুসল্লিদের মাঝে চাঁপা ক্ষোভ বিরাজ করছে।
১৯৬৬ সালে মরহুম আব্দুল আজিজ মেম্বারের ভাগিনা জমিদাতা পশর মুন্সীকে নিয়ে,নিজস্ব পন্থায় ইট পুরিয়ে ঐতিহাসিক নূরে মদিনা জামে মসজিদটি প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে প্রতিষ্ঠাতা এবং উনার সহধর্মিণীর মৃত্যু ঘটলে তৎকালীন মসজিদ কমিটি এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের পাশে সমাহিত করেন।
কিন্তু বর্তমানে কিছু দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ এর কবর গুঁড়িয়ে দিয়েছে।এতে করে
ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
মসজিদ প্রতিষ্ঠা করা হয়,মহান আল্লাহতালা রাজি খুশির জন্য কিন্তু একজন প্রতিষ্ঠাতা শেষ ঠিকানা কবর,সেটা গুড়িয়ে দিয়ে কিভাবে মহান আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে?এমন প্রশ্ন সাধারণ মুসল্লিদের মাঝে। কবর গুঁড়িয়ে দেওয়ায় আইনি প্রক্রিয়ার কথা জানান, এলাকাবাসী এবং মসজিদ কমিটির একাংশ।এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।