প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২২ , ৭:৩১:৪৯ প্রিন্ট সংস্করণ
সঞ্জয় দাস,নীলফামারী জেলা প্রতিনিধি:
সৈয়দপুরে অভিযান চালিয়ে বিক্রি নিষিদ্ধ কালো মাথা মুনিয়া ৬টি , তিন রঙ্গা মুনিয়া ২টি পাখি উদ্ধার করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সদস্যরা । শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের শেরে বাংলা সড়কের চাঁন্দ এন্ড ব্রাদার্স নামের দোকানে অভিযান চালিয়ে এসব পাখি উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির।
এ সময় তাঁর সাথে ছিলেন জুনিয়র ওয়ার্ল্ড লাইফ স্কাউট সোহেল রানা।
অভিযানে সহযোগিতা করেন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আলমগীর হোসেন, যুব বিষয়ক সম্পাদক রাকিব হাসান, কার্যকরী সদস্য ইয়াসিন আরাফাত।
পরে উদ্ধার করা পাখিগুলো সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে অবমুক্ত করেন উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।