প্রতিনিধি ১৬ জুলাই ২০২২ , ১০:০৪:০১ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার নিজস্ব প্রতিবেদকঃ
অতিরিক্ত যাত্রী বহন করায় পাবনার কাজিরহাট ঘাটে স্পীডবোট এবং লঞ্চে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগদ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার (১৬ জুলাই) বিকেলে পাবনা কাজিরহাট ঘাটে উপজেলা নির্বাহী অফিসার বেড়া এর নির্দেশনায়, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্নার নেতৃত্বে এবং ওসি আমিনপুর থানার সার্বিক সহযোগিতায় স্পিডবোট ও লঞ্চে অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় স্পিড বোট চালক জনাব মোঃ স্বাধীন এবং লঞ্চমালিক ও লঞ্চ চালক জনাব মোঃ নূর ইসলামকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য যে স্পিডবোটে ১২ জন যাত্রী বহন করার কথা থাকলেও তারা বিধি নিষেধ অমান্য করে ১২ জনের পরিবর্তে ১৮ থেকে ২০ জন করে যাত্রী বহন করে আসছিল এবং লঞ্চে ১৪০ জন যাত্রী বহন করার কথা থাকলেও ১৪০ জনের পরিবর্তে ৩৫০-৪০০জন যাত্রী পরিবহন করেছিলো।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, সহকারী কমিশনার (ভূমি) রিজু তামান্না।