• সারাদেশ

    সিরাজগঞ্জের বেলকুচিতে ৭ দফা দাবিতে গণ অনশন কর্মসূচি পালিত

      প্রতিনিধি ২২ অক্টোবর ২০২২ , ৬:৪৭:০৯ প্রিন্ট সংস্করণ

     

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

     

    সিরাজগঞ্জের বেলকুচিতে সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়নসহ সাত দফা দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখা। শনিবার সকালে উপজেলার বঙ্গবন্ধু স্কয়ার চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

    দাবিগুলো হলো- বৈষম্য বিলুপ আইন প্রনয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, আর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন যথাযত বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযত বাস্তবায়ন ও সমতলের আদিবাসিদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।,

    গণ অনশনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বেলকুচি উপজেলা শাখার সভাপতি জয় শংকর সাহা, সহ-সভাপতি বিমল কুমার, সাধারণ সম্পাদক রনি মিত্র, সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সরকার, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক সবুজ সরকার, পৌর শাখার সভাপতি গোপাল চন্দ্র প্রমানিকসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেত্রীবৃন্দ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ