• সারাদেশ

    কালীগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থী খুন, ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা, অভিযোগ নিহতের পরিবারের

      প্রতিনিধি ১১ সেপ্টেম্বর ২০২২ , ৮:৩২:১৪ প্রিন্ট সংস্করণ

     

     

    মোঃমুক্তাদির হোসেন স্টাফ রিপোর্টার।

     

    গাজীপুরের কালীগঞ্জে নগরভেলা মাদ্রাসা ও এতিমখানার শিশু শিক্ষার্থী মাহাতির মোহাম্মদ (২৪) ওরুফর হিমেল খানকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ওই মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে।

     

    রোববার দুপুরে নিহতের লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ কালীগঞ্জ থানা পুলিশ।

    নিহতের লাশের ময়নাতদন্ত শেষে রোববার বিকেলে পূবাইল থানার হারবাইদ নন্দী বাড়ি তার নিজ বাড়িতে নিয়ে যায়।

     

    সে গাজীপুর মহা নগরের ৪২ নং ওয়ার্ড হারবাইদ এলাকার সৌদি প্রবাসি কবির খানের ছেলে।

    মাহাতির মোহাম্মদ হিমেল খান ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

     

    কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একে এম আনিসুর রহমান বলেন ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারন জানাযাবে।

    নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

     

    তবে এ সংক্রান্ত বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

     

    ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার নাগরি ইউনিয়নের নগরভেলা মাদ্রাসা ও এতিমখানায়।

    নিহতের মামা শামীম আহমেদ ও স্বজনরা জানান, এদিকে ঘটনার পর থেকে ইয়াসিন নামের এক শিক্ষক পলাতক রয়েছেন।

     

    পুর্বপরিকল্পিত ভাবে মাদ্রাসার শিক্ষকরা তাকে হত্যা করে। পরে হত্যাকে পুকুরে ডুবে মারা গেছে বলে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে

    অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের শিক্ষকদের বিরুদ্ধে।

     

    আরো জানান, শনিবার সন্ধ্যায় আমরা খবর পাই। হিমেল মারা গেছে। পরে মাদ্রাসায় গিয়ে তার মৃত দেহ দেখে রাত আনুমানিক ৬ টার দিকে থানা পুলিশে সংবাদ দেই। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মামুন বলেন-বিষয়টি দুঃখজনক। মাদ্রাসার ছাত্র দেয়া হয় মানুষ গড়ার জন্য। কোনো খুন করার জন্য নয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ