• সারাদেশ

    ভোলায় তুচ্ছ ঘটনায় মিথ্যা মামলা দেওয়া যার অভ্যাস

      প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২২ , ৬:৫৮:৫৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ-

    ভুক্তভোগী নুরুল ইসলাম জানান, গত ১৬ সেপ্টেম্বর ২০২২ইং বিকাল ৪ টার সময় একই বাড়ীর মিনারার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের পরিবারের মহিলাদের সাথে কথার বাকবিতন্ডার সৃষ্টি হয়।

    একপর্যায়ে আমি বাড়িতে এসে উভয়কে শাসিয়ে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

    মিনারা বেগম এতেও ক্ষান্ত হয়নি এলাকার কুচক্রীদের কুপরামর্শে আমারই ভাই আলাউদ্দিন, নজরুল, ফারুক ও আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার ষড়যন্ত করছে।

    আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রায়নী করার জন্য ঘটনার দিন রাতেই মিনারা ভোলা সদর হাসপাতালে ভর্তি হন।

    তিনি আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলেন যে,আমরা তাকে শারীরিক নির্যাতন করেছি। এ অভিযোগ তুলে মিনারা হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে মিনারার শারীরিক নির্যাতনের বিষয়টি মিথ্যা প্রমানিত হওয়ায় তাকে কর্মরত ডাক্তার হাসপাতাল থেকে নাম কেটে দেয়।

    এ বিষয়ে মিনারার বক্তব্য জানতে চাইলে তিনি জানান,আমাকে না পিটাইলে কি আমি এমনি এমনি হাসপাতালে ভর্তি হয়েছি বলে তিনি এড়িয়ে যান।

    এলাকাবাসী জানান, মোশারেফের স্ত্রী মিনারা অত্যন্ত খারাপ চরিত্রের মহিলা।

    অযথাই এলাকার প্রায় লোকের সাথে বিবাদ করে থাকে।

    ভুক্তভোগী নুরুল ইসলাম গংদের পরিবার বিতর্কিত মিনারার মিথ্যা মামলা নামক হয়রানির হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ