প্রতিনিধি ১৮ সেপ্টেম্বর ২০২২ , ৭:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর এর নতুন উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.কাজী সাইফুদ্দিন।
রবিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব মোছাঃ রোখছানা বেগম সাক্ষরিত এক আদেশে জানা যায়।
এছাড়াও প্রজ্ঞাপনে আরও জানা যায়, তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান কর্মকতা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন, বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্ত হবেন এবং পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। আরও জানা যায়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।