প্রতিনিধি ২ অক্টোবর ২০২২ , ৯:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি :
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে নিম্ন আয়ের হিন্দু পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (২ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার শিবনাথপুর গ্রামে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব শেখ শাহ আলম।,
৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলম শেখের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি সাবেক সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস,শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম আজম তালুকদার বাবলু, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার প্রমূখ। এ সময় বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক রাজীব আহমেদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মেহেদি পারভেজ ও মাসুম আহমেদ, সংরক্ষিত নারী ইউপি সদস্য তারা বানু, রেহেনা খাতুন, আওয়ামী লীগ নেতা নূর মোহাম্মদসহ ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।