• সারাদেশ

    চোর মহলে বিল্লাল হোসেন পরিচিত ‘স্পাইডারম্যান’ হিসেবে

      প্রতিনিধি ২৬ সেপ্টেম্বর ২০২২ , ৬:০৬:৩২ প্রিন্ট সংস্করণ

    উত্তরায় নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরির ঘটনায় পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে, যাদের একজন দেয়াল বা পাইপ বেয়ে পাঁচতলায় ওঠার দক্ষতার কারণে চোর মহলে খ্যাতি পেয়েছে ‘স্পাইডারম্যান’ হিসেবে।

     

    গ্রেপ্তার দুজন হলেন ২২ বছর বয়সী তরুণ বিল্লাল হোসেন এবং ২০ বছর বয়সী মো. নুরুল্লাহ রাকিব। তাদের দুজনেরই বাড়ি ময়মনসিংহে।

     

    পুলিশ বলছে, ‘স্পাইডারম্যান’ বিল্লাল এই চোর চক্রের নেতা। গত ১০ বছরে পাঁচশর বেশি চুরির ঘটনায় তিনি জড়িত ছিলেন।

     

    উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার প্রথমে ময়মনসিংহ থেকে চোরের ‘গ্যাং’ এর প্রধান বিল্লালকে গ্রেপ্তার করা হয়। তারপর তার দেওয়া তথ্যে রাকিবকে ধরা হয় টঙ্গী থেকে। তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন মালামালও উদ্ধার করা হয়।

     

    গত ২৩ সেপ্টেম্বর উত্তরা ৩ নম্বর সেক্টরে নভোএয়ারের ফ্লাইট অপারেশন অফিসে চুরির ঘটনার পর পুলিশ সেই মামলার তদন্তে নেমে দুজনকে গ্রেপ্তার করল বলে জানান ওসি।

     

    তিনি বলেন, “বিল্লাল চুরির জন্য টার্গেট করত ঢাকার বিভিন্ন অফিস। রাতের বেলা অফিসে লোকজন না থাকার সুযোগ নিত সে। এসব অফিসে গিয়ে ল্যাপটপ চুরি করাই তার মূল লক্ষ্য ছিল।

     

    “আর অফিস ভবনে উঠতে তার সিঁড়ির প্রয়োজন হত না। দেয়াল কিংবা পাইপ বেয়েই সে যে কোনো ভবনের পাঁচতলা পর্যন্ত উঠে যেতে পারে অনায়াসে। এ কারণে তাকে স্পাইডারম্যান বিল্লালও ডাকা হয়।

     

    ওসি বলেন, প্রাথমিক জিজ্জাসাবাদে তারা জেনেছেন, বিল্লাল তার ২২ বছরের জীবনের ১০ বছর ধরেই চুরি করছেন। ১২ বছর বয়সে তাকে দলে নেন সাইফুল নামের আরেক চোর। ওই সময়ে একটি চুরির ঘটনায় বনানী থানা পুলিশের হাতে ধরা পড়েছিলেন বিল্লাল।

     

     

    “শিশু বয়সে শারীরিক গঠন ছোট হওয়ায় আর গ্রিল বেয়ে ভবনে উঠতে পারায় সাইফুল তাকে বাড়ির ভেতরে ঢুকিয়ে দরজা খোলার কাজে ব্যবহার করত। ধীরে ধীরে কাজে সিদ্ধহস্ত হওয়ার পর সাইফুলকে ছেড়ে নিজেই গ্যাং তৈরি করে বিল্লাল।”

     

    পুলিশ কর্মকর্তা মোহসীন জানান, চোরাই ল্যাপটপ বিক্রির জন্য বিল্লাল যে সবসময় ক্রেতা পেয়েছেন, তা নয়। তাই বাধ্য হয়ে মাঝে মাঝে ২ হাজার, ১ হাজার, এমনকি ৫০০ বা ২০০ টাকাতেও তিনি ল্যাপটপ বিক্রির কথা বলেছেন।

     

    চুরির টাকা দিয়ে বিল্লাল ময়মনসিংহ গ্রামের বাড়িতে পাকা বাড়িও করেছেন বলে জানান ওসি।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ