• সারাদেশ

    পূজা মন্ডব পরিদর্শন করেন জাতসাখিনী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক

      প্রতিনিধি ১ অক্টোবর ২০২২ , ৯:৫২:১৫ প্রিন্ট সংস্করণ

     

     

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব স্বরস্বতি পূজা। এ উপলক্ষে জাতসাখিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক জাতসাখিনী ইউনিয়নের ১৩ টি মন্ডপ পরিদর্শন করেন এবং সার্বিক খোজ খবর নেন।

     

    তার সাথে ছিলেন ৪ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল আলিম শেখ, ৩ নং ওয়ার্ডের মেম্বার আলামত শেখ,৬ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আফাজ হোসেন মীর,৮ নং ওয়ার্ডের মেম্বার রনু শেখ সহ সাধারণ জনগণ।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ