প্রতিনিধি ১০ অক্টোবর ২০২২ , ৬:২৩:৫২ প্রিন্ট সংস্করণ
মোঃ রফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
পাবনা জেলার পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সির নির্দেশনা মোতাবেক পাবনা সদর হাসপাতালে দালাল চক্রের দৌরাত্ম বন্ধের উদ্দেশ্যে জেলা গোয়েন্দা শাখা,পাবনার অফিসার ইনচার্জ, মুহম্মদ আনোয়ার হোসেন এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ জিন্নাত সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পাবনা সদর হাসপাতালে দালাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে নিম্নবর্ণিত পুরুষ ও মহিলাদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
ইমন বিশ্বাস (৩৫),পিতাঃ মোঃ সেলিম বিশ্বাস,সাং- শালগাড়ীয়া, থানা ও জেলা-পাবনাকে ২০ দিন কারাদণ্ড প্রদান করেন, মোঃ সুমন (৩৬),পিতাঃ মোঃ শহিদুল্লাহ, সাং- সিংগা গাংকোলা, থানা ও জেলা-পাবনাকে ০১ মাস কারাদণ্ড প্রদান করেন, মোঃ কালু প্রাং (৩৭),পিতাঃ মোঃ এজেম আলী,সাং- গাছপাড়া, থানা ও জেলাঃ পাবনাকে ২০ দিন কারাদণ্ড প্রদান করেন, মোঃ আজাদ (৪২),পিতাঃ মোঃ কামাল হোসেন ,সাং আরামবাড়ীয়া, থানাঃ ঈশ্বরদী ,জেলাঃ পাবনা কে ১৫ দিন কারাদণ্ড প্রদান করেন, মোছাঃ রেবা খাতুন (২৬),স্বামীঃ মোঃ একরামুল, সাং- সর্দারপাড়া,থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন, মোছাঃ নাদিরা খাতুন (২৭),স্বামীঃ মোঃ রবি,সাং-নূরপুর,থানা ও জেলা-পাবনাকে ০৫ দিন কারাদণ্ড প্রদান করেন, মোছাঃ বিউটি খাতুন (২৯),স্বামীঃ মৃত জয় মিয়া, সাং- নূরপুর, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন। মোছাঃ শ্যামলী খাতুন (৩৫),স্বামীঃ আনোয়ার হোসেন,সাং- দরিভাও ডাঙ্গা, থানা ও জেলা-পাবনাকে ১০ দিন কারাদণ্ড প্রদান করেন, মোছাঃ শেলী খাতুন (৪৮), স্বামীঃ মোঃ রতন, সাং-নূরপুর, থানা ও জেলাঃ পাবনাকে ০৫ দিন কারাদণ্ড প্রদান করেন।