প্রতিনিধি ১২ অক্টোবর ২০২২ , ৯:২৮:২২ প্রিন্ট সংস্করণ
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ছাত্রলীগের নেতাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আজ বুধবার( ১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র এসআই মোঃ আসাদুজ্জামান খান সংগীয় অফিসার ও ফোর্সসহ মঙ্গলবার ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাচিয়া এলাকার মুছার বাপের পোলর পূর্ব পাড় পাকা রাস্তার উপর রাত পৌনে ৯টার দিকে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আক্তার হোসেন মাহী (২২) ও তার সঙ্গী মোঃ বশার (৪৫), মোঃ শাওন হোসেন মিজান (২১) কে ১শ’ গ্রাম গাঁজা ও ২০ (বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আটককৃত আক্তার হোসেন মাহী ভোলা সদর উপজেলা আলীনগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা রুজু প্রক্রিয়াধীন