• সারাদেশ

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জাল টাকাসহ এক ব্যবসায়ী গ্রেপ্তার

      প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২২ , ৬:৫৫:১৪ প্রিন্ট সংস্করণ

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ:

     

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ফুড ভিলেজের সামনে রোববার রাতে র‌্যাব-১২ সদস্যবৃন্দ গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে ৪৭ হাজার টাকার জাল নোটসহ তাওহিদুল ইসলাম ফয়সাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃত ফয়সাল ফরিদপুরু উপজেলার বোয়ালমারি উপজেলার চালিনগর গ্রামের ওসমান মোল্লার ছেলে।’

    জব্দ করা টাকার মধ্যে ছিল ১’শ টাকার ৪৭০ টি জাল নোট।,

    র‌্যাব-১২ এর লেফটেন্যান্ট স্কোয়াড কমান্ডার আবুল হাশেম সবুজ জানান, উক্ত ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ পাখি দিয়ে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

    ফয়সালের বিরুদ্ধে সলংগা থানায় মামলা দায়ের করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ