• সারাদেশ

    লালমোহনে মাদককারবারি যুবক আটক

      প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২২ , ৩:৫৩:৪১ প্রিন্ট সংস্করণ

     

    ভোলা প্রতিনিধিঃ-

     

    ভোলার লালমোহন উপজেলায় গাঁজাসহ আসাদুল ইসলাম এলিন (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারি কে আটক করেছে পুলিশ।

    মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে লালমোহন থানা সংলগ্ন প্রধান সড়ক থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১শত গাঁজা উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে তাকে ভোলা কোর্টে প্রেরন প্রেরণ করা হয়েছে।

    আটক এলিন লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ড মোতাহার উদ্দিন সড়কের মোঃ কামরুল ইসলাম মাস্টারের ছেলে। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। লালমোহন থানার মামলা নং-২৪, ১৮ অক্টোবর।

    লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ এলিন কে আটকপূর্বক বুধবার সকালে তাকে ভোলা কোর্টে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ