• সারাদেশ

    পাবনায় তীব্র গরমে লোডশেডিং, পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা

      প্রতিনিধি ৪ জুলাই ২০২২ , ৭:৪৮:১৫ প্রিন্ট সংস্করণ

    আলোকিত ৭১ ডেস্ক ঃ গত দু’তিন দিন যাবৎ চরম বিদ্যুৎ বিভ্রান্ত লক্ষ্য করা যাচ্ছে। ভ্যাপসা গরমে এতটা বিদ্যুৎ এর লুকোচুরিতে অতিষ্ঠ পাবনার জনজীবন। দেখা যায় রাত দিনে প্রায় ৬-৭ ঘন্টা থাকছেনা বিদ্যুৎ। এতে লোকসানের সম্মুখীন হচ্ছেন ব্যবসায়িরাও 

    আসছে ১০ জুলাই দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যাস্ত বিভিন্ন শপিংমলগুলো। তবে দিনে ও রাতে বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের।

    পাবনা জেলার বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়- বিদ্যুৎ না থাকায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যায় ক্ষোভ।
    পাবনার কাশিনাথপুর এর মাই চয়েস টেইলাস এন্ড ফ্রেবিক এর স্বত্বাধিকারী জয়নুল আবেদীন বলেন- ঈদকে সামনে রেখে আমরা দোকানে অনেক পোশাক এনেছি, কিন্তু দিনে রাতে বিদ্যুৎ না থাকায় খুব একটা ক্রেতা লক্ষ্য করছি না। বিদ্যুৎ না থাকার কারনে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে যানান তিনি।

    পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার মো. মজিবুল হক বলেন, ‘আমার পাবনা-২ এলাকায় বিদ্যুতের চাহিদা রয়েছে দৈনিক ৮৫ মেগাওয়াট, যেখানে পাচ্ছি মাত্র ৬০ মেগাওয়াট। আমরা ওপর মহলে যোগাযোগ করেও কোনও সমাধান আপাতত পাচ্ছি না। তারা বলছে— উৎপাদন কমে গেছে। কিছু কিছু জায়গায় তো আরও ভয়াবহ অবস্থা, সেসব জায়গায় চাহিদার অর্ধেকও দিতে পাচ্ছে না।’

    তবে আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘কবে স্বাভাবিক হবে— ওপর থেকে এ বিষয়ে কোনও কিছু বলছে না। তারা বলছেন- গ্যাসের সরবরাহ বন্ধ, আন্তর্জাতিকভাবে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে ফলে আমদানিও করা যাচ্ছে না। গ্যাসের সরবরাহ আর উৎপাদন বাড়াতে না পারলে আরও খারাপ পরিস্থিতি হতে পারে। তবে সরকার চেষ্টা করছে গ্যাসের সরবরাহ আর উৎপাদন বাড়াতে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ