• সারাদেশ

    ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শামীমের পাশে এমপি মেরিনা জাহান কবিতা

      প্রতিনিধি ১ নভেম্বর ২০২২ , ৭:১০:৫০ প্রিন্ট সংস্করণ

     

     

    সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি

     

    সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রহমত খোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ শামীম আহম্মেদকে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক মেরিনা জাহান কবিতা এমপি এর রাজনৈতিক সচিব মনিরুল গণি চৌধুরী শুভ্র জানান, খুকনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পাওয়ারলুম ফ্যাক্টরি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জানতে পেরে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি,। বর্তমানে তিনি ঢাকাতে অবস্থান করলেও দুর্ঘটনার খবর জানতে পেরে আজ মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠিয়ে সার্বিক খোঁজখবর নেন এবং নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সেইসাথে পরবর্তীতে সরকারি ভাবে সহায়তা প্রদানের আশ্বাস দেন।,

    উল্লেখ্য, গতকাল সোমবার গভীর রাতে শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রহমত খোলা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১টি পাওয়ারলুম ফ্যাক্টরির ৩০টি পাওয়ারলুম, ১টি মুদি দোকান, ১টি বসতঘর ও পাওয়ারলুম ফ্যাক্টরিতে থাকা শাড়ি ও সুতা সব পুড়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফ্যাক্টরির মালিক শামীম আহমেদ।”

    গতকাল সোমবার রাত সাড়ে বারটার দিকে এ আগুন লাগে। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ