প্রতিনিধি ২০ নভেম্বর ২০২২ , ৮:৩২:৪০ প্রিন্ট সংস্করণ
ইকোনমিক জোনসহ ৫০টি শিল্প অবকাঠামোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সমৃদ্ধ শিল্প উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামালপুরে ৩৩০ কোটি টাকা ব্যয়ে ৪৭৬.০৪ একর জমি জুড়ে গড়ে ওঠা অর্থনৈতিক অঞ্চল ভার্চুয়ালি উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকালে গণভবন থেকে একযোগে দেশের ৮ টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের মধ্য দিয়ে উন্মুক্ত হয় জামালপুরের অর্থনৈতিক অঞ্চল।
জামালপুর সদর উপজেলার দিগপাইতে অর্থনৈতিক অঞ্চলের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মোজাফফর হোসেন সিআইপি, জেলা প্রশাসক শ্রাবস্তী রায়, উপজেলা নির্বাহী অফিস লিটুস লরেন্স চিরান, জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আলহাজ্ব মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ আবদুল মান্নান খান, তিন তিন বারের চেয়ারম্যান ১৪ নং দিগপাইত ইউনিয়ন ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান এম এ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল আক্তার বাবু ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান তালুকদার, ১৪ নং দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের ১ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ আলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দিগপাইতে অর্থনৈতিক অঞ্চল চালু হলে প্রত্যক্ষভাবে ৩২ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।