প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২২ , ৭:৫১:১৫ প্রিন্ট সংস্করণ
আব্দুল জব্বার স্টাফ রিপোর্টারঃ
বৃহত্তর কাশিনাথপুরে শিক্ষার মানোন্নয়নে সদা সচেষ্ট কাশিনাথপুর বিজ্ঞান স্কুল।এসএসসিতে শতভাগ পাস এবং সর্বাধিক এ প্লাস অর্জনে আনন্দ শোভাযাত্রা করেছে কাশিনাথপুর বিজ্ঞান স্কুলের শিক্ষার্থীরা।
স্কুল সূত্রে জানা যায় এবারের এসএসসি পরীক্ষায় মোট ১২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩১ জন গোল্ডেন A+, ২৯ জন A+ ও বাকিরা Aগ্রেড পেয়ে উত্তীর্ণ হয়।
আজ ২৮ এ নভেম্বর রবিবার শোভাযাত্রাটি কাশিনাথপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে। সেই সাথে তারা ধন্যবাদ জানায়, অত্র প্রতিষ্ঠানের অভিজ্ঞ সকল শিক্ষক শিক্ষিকাকে। পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীরা বলে, আজ আমাদের এই অর্জন এবং সফলতা একমাত্র আমাদের অভিজ্ঞ স্যারদের নিবিড় তত্ত্বাবধানের কারণেই। তারা সব সময়ই চেষ্টা করেছেন পড়াশোনার পাশাপাশি মানসিক দিক থেকেও পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে আমাদেরকে গড়ে তুলতে।
এদিকে এই সফলতার ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থী, অভিবাবক এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ডাক্তার আমিনুল ইসলাম শানু , প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরুজ্জামান মনির এবং পরিচালক মোখলেসুর রহমান মুকুল সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা।
বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বলেন – আমরা সবসময় চেষ্টা করি আমাদের শিক্ষার্থীদের সর্বোচ্চ টা বিলিয়ে দিতে। আমাদের নিবিড় পর্যবেক্ষণ ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফসল এটি। তিনি এমন ফলাফল করায় শিক্ষার্থী শিক্ষক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।