প্রতিনিধি ১ ডিসেম্বর ২০২২ , ৩:২০:৪৬ প্রিন্ট সংস্করণ
নাজমুল ইসলাম, পাবিপ্রবি: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের নব নির্বাচিত ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম বাবু বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল “জনক জ্যােতির্ময়ে” শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।
বুধবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নব নির্বাচিত সভাপতি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের উপস্থিতিতে এ শ্রদ্ধার্ঘ অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যের ও প্রক্টরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এদিকে নবনির্বাচিত সভাপতির আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়। এ সময় নবনির্বাচিত সভাপতিসহ কমিটির নবনির্বাচিত যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সৌরভ,যুগ্ন সাধারণ সম্পাদক মো. রাফাত বিন ইসলাম শোভন,সাংগঠনিক সম্পাদক মো. হামিদুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক আল-আমিন অন্তু উপস্থিত ছিলেন।
এ সময়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফরিদুল ইসলাম বাবু জানান,প্রথমেই এই অর্পিত দায়িত্বের জন্য মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এরপর ধন্যবাদ জানাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা ও বাংলাদেশ ছাত্রলীগের সুযোগ্য অভিভাবক আল-নাহিয়ান খান জয় এবং লেখক ভট্টাচার্যকে। পাবিপ্রবি শাখা ছাত্রলীগ একটি ঐক্যবদ্ধ সংগঠন। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সবসময় সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকবে এই অঙ্গীকার ব্যক্ত করছি। সেই সাথে আগামীতে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও গনতন্ত্রের সমৃদ্ধ ধারাকে অক্ষুন্ন রাখতে এবং আগামী নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য অতীতের ন্যায় রাজপথে থেকে কাজ করে যাব। সবশেষে বলতে চাই, পাবিপ্রবি শাখা ছাত্রলীগ হবে মুজিবীয় আদর্শে দীক্ষিত খাঁটি ছাত্রলীগ। জয় বাংলা,জয় বঙ্গবন্ধু।”