• সারাদেশ

    বেড়ায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

      প্রতিনিধি ৪ অক্টোবর ২০২২ , ৯:৪৫:০২ প্রিন্ট সংস্করণ

     

     

    বুলবুল হাসান, বেড়া পাবনা। বেড়ায় এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে বেড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার ৪ অক্টোবর ভোরে আসামি সাইফুল ইসলাম রানা কে জি আর মামলা নাম্বার ০৮/২১ বেড়া মডেল থানা মুলে তাহার নিজ বাড়ি সোনাপদ্মা গ্রাম হইতে গ্রেফতার করা হয়।

     

    পুলিশ সুএে জানা যায় আসামি রানা দীর্ঘদিন ধরে পলাতক ছিলো । সে সোমবার রাত্রে বাড়িতে আসলে এস আই আরিফুল ইসলামের সঙ্গীয় ফোর্স সহকারে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে বাড়িতে অভিযান চালিয়ে তাকে ধৃত করেন।

     

    এ বিষয় বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন রানা মাদকের একজন তালিকা ভুক্ত আসামি।

    তার নামে মাদকের মোট পাঁচটি মামলা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এটা বাস্তবায়নে ও বেড়া কে মাদক মুক্ত রাখতে অভিযান চলমান থাকবে। আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হইয়াছে। আসামি কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ