• সারাদেশ

    ভোলা জেলা কারাগারের কারা সহকারি সুমনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা মেলেনি

      প্রতিনিধি ২০ ডিসেম্বর ২০২২ , ৫:২৫:৫৩ প্রিন্ট সংস্করণ

     

    ভোলা প্রতিনিধি :

     

     

    গত ১৮ ডিসেম্বর ২০২২ দৈনিক যুগান্তর পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম কৃতক “ভোলা জেলা কারাগারে বহাল কারা সহকারি সুমন শত অপরাধেও শাস্তি হয় না” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

    প্রকাশিত সংবাদে সাইদুজ্জামান সুমন কারাগারের অফিসে বসে মাদক সেবন কারাবন্দীদের পাশাপাশি কারারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। নারী কারারক্ষীর সঙ্গে শ্লীলতাহানি অথবা ভুল বিল বানিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এর অভিযোগ সহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উল্লেখ করা হয়।

    এমন সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই জেল সুপার ভোলা জেলা কারাগার কর্তৃক একটি প্রতিবাদ লিপি দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক বরাবর প্রেরণ করা হয়। প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে স্থানীয় সাংবাদিকরা তথ্য অনুসন্ধানে গেলে,

    জেল সুপার দেওয়ান মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “ভোলা জেলা কারাগারে কর্মরত কারা সহকারী সাইদুজ্জামান সুমন এর বিরুদ্ধে অফিসে বসে মাদক সেবন, কারাবন্দি ও কারারক্ষীদের সঙ্গে দুর্ব্যবহার,নারী কারারক্ষীর শ্লীলতাহানি ও ভুয়া বিল বানিয়ে টাকা আত্মসাথের বিষয়ে নিম্নসাক্ষরকারী/ সংশ্লিষ্ট দপ্তরে কেউ কোন অভিযোগ দাখিল করেনি। এবং সংশ্লিষ্ট পত্রিকায় আমরা একটি প্রতিবাদ লিপি পাঠিয়েছি কারা সহকারী মোঃ সাইদুজ্জামান সুমন গত ১৩/০৬/২০২০ খ্রিঃ তারিখ হতে অত্র কারাগারে কর্মরত আছেন। বাহিরে মাদক সেবনের দায়ে গণপিটুনির যে সংবাদটি প্রচার হয়েছে তা সঠিক নয় বলে জানান তিনি,এদিকে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে তাহার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা চলমান রয়েছে উক্ত পত্রিকার প্রকাশিতব্য,

    এ বিষয় জানতে বরিশাল বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক এর কাছে একাধিকবার ফোন করলেও তিনি ফোনটা রিসিভ করেননি, ভুয়া বিল বানিয়ে টাকা আত্মসাতের বিষয়ের রেজিস্টার পর্যালোচনা ও ঠিকাদারদের সঙ্গে যোগাযোগ করে জানা যায় তারা যথাসময়ে বিল পেয়েছেন। গাড়ি চালক মোঃ মাহবুবুর রহমানের ওভারটাইমের বিল সংক্রান্ত তথ্যটি ও সঠিক নয় বলে জানান মাহবুবুর রহমান নিজেই, তিনি আরো বলেন তার প্রাপ্য অনুযায়ী বিল সময় মতই পান। কারাবন্দীদের সিট বাণিজ্য ও খাবারে অনিয়মের কোন সুযোগ সাইদুজ্জামান সুমন এর নেই।” বলে জানা যায়, সংবাদ প্রচার এর বিষয় সংশ্লিষ্ট পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি আবুল কাশেম কে কারাসহকারি সুমনের বিরুদ্বে কোন তথ্যসূত্র’র ভিত্তিতে সংবাদ করছেন,প্রশ্ন করা হলে তিনি তার কাছে সব ডুকুমেন্ট আছে বলে দাবি করলেও দেখাতে পারেননি, কারাকৃতপক্ষের কাছ থেকে, এবং মাদক সেবন এর অভিযোগের বিরুদ্বে একটি ডোপ টেস্ট রিপোর্টে দেখে মাদক সেবনের বিষয় কোন সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

    অভিযুক্ত সাইদুজ্জামান সুমন,এর কাছে অভিযোগের বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান,প্রকাশিত সংবাদ টি ভুল মিথ্যা এবং বানোয়াট,,আমি উক্ত যুগান্তর পত্রিকায় কারাকৃতপক্ষের সহয়তায় একটি প্রকাশিত সংবাদের প্রতিবাদে,প্রতিবাদ লিপি পাঠিয়েছি

    এ সময় তিনি প্রতিবাদ লিপিটি দৈনিক যুগান্তর পত্রিকায় পরবর্তী এ প্রকাশনায় প্রকাশ করার জন্য অনুরোধ জানান।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ