• সারাদেশ

    জোড়া খাসি জবাই করে বিজয় উৎসব বুটেক্স আর্জেন্টাইন ভক্তদের

      প্রতিনিধি ২৫ ডিসেম্বর ২০২২ , ২:০৫:১১ প্রিন্ট সংস্করণ

     

    বুটেক্স প্রতিনিধি ঃ

    ফুটবল বিশ্বকাপ মানেই খেলাপ্রিয় মানুষের মাঝে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দের বহিঃপ্রকাশ । তবে সেই অনুভূতির পারদ কয়েকগুন বেড়ে যায় যখন পছন্দের দলটি বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়ে আসে। এমনটিই ঘটেছে এবার বিশ্বকাপের আর্জেন্টাইন ভক্তদের মাঝে। বিজয়ের এই আনন্দ নানান জন নানাভাবে উদযাপন করেছে। তবে সেই আনন্দের রেশ এখনো কাটেনি বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মাঝে। বিশ্বজয়ের সপ্তাহ পেরিয়ে যাওয়ার মুহূর্তে ও খাসি জবাই করে নিজেদের মাঝে আনন্দের ভাগাভাগি করে নিচ্ছে শিক্ষার্থীরা। গতকাল ২৪শে ডিসেম্বর এই চিত্র দেখা যায় সৈয়দ নজরুল ইসলাম হলের শিক্ষার্থীদের মাঝে।

    এর আগে গত ১৯ ডিসেম্বর খাসি জবাই করে বিজয় উৎসব করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শহিদ আজিজ হলের শিক্ষার্থীরা।

    আর্জেটাইন ভক্তদের পক্ষ হতে এই আয়োজন করা হয় হলের ডাইনিং এ। সেখানে আনন্দঘন পরিবেশে সবাইকে আনন্দ উপভোগ করতে দেখা যায়।

     

    ফুটবল জগতে এখন অনন্য নাম হয়ে উঠেছে বাংলাদেশ। তবে আশ্চর্যের ব্যাপার হলো ফুটবল খেলে নয় বরং প্রিয় দলকে সাপোর্ট করেও যে খেলার প্রতি ভালোবাসা প্রকাশ করা যায় সেটি বাংলাদেশের ফুটবল সমর্থকরা চমৎকারভাবে বিশ্ববাসীকে দেখিয়েছেন। তবে মেসিভক্তদের জন্য আর্জেন্টিনা ও প্রকাশ করতে ভুল করেনি। বাংলাদেশি মেসি ভক্তদের উন্মদনায় ঘি ঢেলেছে আর্জেন্টিনা পেশাদার ফুটবল লিগের ফেরিফাইড টুইটার ও ফেসবুক পেজে প্রকাশিত মেসির হাতে বাংলাদেশি পতাকার ছবি। ছবিতে দেখা যায় বিশ্বকাপের মাঠে গোল করে বাংলাদেশের পতাকা হাতে ছুটছেন মেসি। মূলত বাংলাদেশি সমর্থকদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এডিট করে ছবিটি প্রকাশ করে আর্জেন্টিনা।

     

    উল্লেখ্য গত ১৮ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়ায়ে পেনাল্টি শুটআুউটে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের গৌরব অর্জন করেছে আর্জেন্টিনা।

    আরও খবর

                       

    জনপ্রিয় সংবাদ